The Court Room

July 16, 2025

খেলা

‘বাংলাদেশের ক্রিকেটাররা বেশি চাপে থাকে’

দেশের ক্রিকেটে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ার পেছনে অন্যতম কারণ চাপ। দল থেকে বাদ পড়ে যাওয়ার মানসিক চাপের কারণেই খেলাটা ইনজয় করা হয় না। যে কারণে প্রত্যাশিত পারফরম্যান্স থেকেও বঞ্চিত হয় দেশ। এ ব্যাপারে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা খেলা উপভোগ করে, ব্যর্থ হলেও অপশন থাকে, অন্য যেকোনো জব করতে পারবে। জব না করলেও সরকার বেকার ভাতা দিবে। আমাদের ক্রিকেটারদের এই অবস্থা না, তাই বাড়তি চাপ চলেই আসে।’ দেশের অভিজ্ঞ এই কোচ আরও বলেন, ‘টিমে থাকা, দলের বাইরে চলে যাওয়া, ফ্যামিলি চালানো। সব ক্রিকেটের ওপরেই। বাইরে গিয়ে তো চাকরি করতে পারবে না। ক্রিকেটই তাদের সব। চাপ স্বাভাবিকভাবেই চলে আসে। এটা থেকে বের করার চেষ্টা করছি।’ সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, ‘বের হতেই হবে। চেষ্টা করছি ছেলেরা যেন মজা করে খেলে। ছোটখাটো ব্যাপারে অনেক চাপ চলে আসে, একটা লেখাতেই চাপ চলে আসে। এটা থেকে ঘুরে দাঁড়াতে হবে। খেলে যেন মজা পায়, উপভোগ করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’ বাংলাদেশ ক্রিকেট

খেলা

২৭ রানে অলআউট হয়ে নড়েচড়ে বসল উইন্ডিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪.৩ ওভারে ২৭ রানেই অলআউট হয় ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। দলের এমন ব্যাটিং বিপর্যয় মেনে নিতে পারছেন না ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো। বিপর্যয়ের ধাক্কা সামলাতে সাবেক ক্রিকেটারদের সাহায্য চেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৭ রানে অলআউট হয়েছে রোস্টন চেজের দল। ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিংস্টনের ২২ গজে ওয়েস্ট ইন্ডিজের সাত জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। দুই অঙ্কের রান করেছেন মাত্র একজন। দলের এমন বিপর্যয়ের পর নড়েচড়ে বসল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ডাকা হল জরুরি বৈঠক। আমন্ত্রণ জানানো হয়েছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দ্রপল ও ডেসমন্ড হেইনসের মতো সাবেক তারকাকে।  ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি কিশোর শ্যালো জানিয়েছেন, ‘ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিশিয়েটিং কমিটির বৈঠকে থাকবেন সাবেক তারকারা। দলের এই শোচনীয় ব্যর্থতার পর্যালোচনা করবেন তারা। দেবেন প্রয়োজনীয় পরামর্শও। তাদের পরামর্শ শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  কিশোর স্পষ্ট জানিয়েছেন, ‘এই সাবেকরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গর্ব। দুর্দান্ত দল তৈরি করেছিলেন তারা। তাদের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে চাই আমরা। সাবেকদের সঙ্গে আলোচনা করে এবং তাদের পরামর্শ মতো পরিকল্পনা তৈরি করা হবে।’ তিনি বলেন, ‘দেশের ক্রিকেটপ্রেমীদের মতো আমারও ভীষণ কষ্ট হচ্ছে। এই হার শুধু কষ্টের নয়। যন্ত্রণার। আগামী বেশ কয়েকটা রাত আমরা হয়তো ঘুমাতে পারব না। ক্রিকেটারেরাও নিদ্রাহীন রাত কাটাবে। কারণ এই পরাজয় বা বিপর্যয়ের দায় সবচেয়ে বেশি ওদেরই।’ তিনি আরও বলেছেন, ‘সব কিছু শেষ, এ রকম কিছু ভাবতে চাই না। এখন নতুন করে দল তৈরি করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে পরিকল্পনা করতে হবে। বিনিয়োগ করতে হবে। ক্যারিবিয়ান ক্রিকেটের পুরনো উন্মাদনা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।’ উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি বলেছেন, ‘এটা বিভেদের সময় নয়। ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, কোচ, কর্তা, ক্রিকেটপ্রেমী— সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে। আমাদের অনেক কিছু করার আছে। নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করতে হবে।’

খেলা

প্রেমাদাসায় আজ কী ফিরবে মিরপুর?

আজ যারা জিতবে ট্রফি তাদের। ছবি: সংগৃহীত এবারের শ্রীলংকা সফরে দুবার সাদা বলের সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই দ্বিতীয় ম্যাচ জেতে সফরকারীরা। সিরিজ হয় ১-১। ওয়ানডে সিরিজ অবশ্য মেহেদী হাসান মিরাজরা হেরেছেন ১-২ এ। টি-টোয়েন্টি সিরিজে তার পুনরাবৃত্তি হতে দিতে চান না লিটন দাসরা। বুধবার কলম্বোয় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লংকানদের হারিয়ে সিরিজ জয়ের উৎসব করতে চায় বাংলাদেশ। রোববার (১৩ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮৩ রানে জিতে সিরিজ ১-১ করেছে। এই সংস্করণে এ বছর আট ম্যাচে শ্রীলংকার বিপক্ষে এটি বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়। অধিনায়ক লিটন দাস ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার আভাস দিয়েছেন। ১৩ ইনিংস পর এটি তার প্রথম হাফ সেঞ্চুরি। অধিনায়কের ফর্মে ফেরা আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশকে। সেই আত্মবিশ্বাস নিয়ে ডাম্বুলা থেকে আবার কলম্বোয় ফিরেছে বাংলাদেশ দল। বলা হচ্ছে, রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটের আচরণ অনেকটা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মতো। প্রথমে ব্যাট করা দলের জন্য সহায়ক। সুতরাং, টসজয়ী দল প্রথমে বোলিং করতে দুবার ভাববে না, এতে কোনো সন্দেহ নেই। মিরপুরের মতো প্রেমাদাসার উইকেট যদি আচরণ করে, সেটি বাংলাদেশের জন্যই ভালো। সেক্ষেত্রে শ্রীলংকায় প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। প্রেমাদাসায় শেষ দশটি দিবা-রাত্রির টি-টোয়েন্টির মধ্যে ৯টি ম্যাচ হেরেছে প্রথমে ব্যাট করা দল। এই দশ ম্যাচে প্রথমে ব্যাট করা দলের গড় রান ১২৫। এই সিরিজের প্রথম দুই ভেন্যু পাল্লেকেলে ও ডাম্বুলার তুলনায় কম। এদিকে সন্ধ্যার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশ ক্রিকেট  লিটন দাস

খেলা

জাতীয় ব্যাডমিন্টনে কাতার প্রবাসী শাটলার

ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্র প্রবাসী আয়মান ইবনে জামানই শুধু নন, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে খেলতে কাতার থেকে এসেছেন বগুড়ার ছেলে মোস্তাফিজুর রহমান। আগেও খেলেছেন। এবারের আবহ সম্পূর্ণ ভিন্ন। তার কথা, ‘আগে ভ্যাপসা গরমে খেলতাম। এবার খেলা হবে নিশ্চিন্তে। কাতার থেকে এসেছি শুধু জাতীয় টুর্নামেন্টে খেলার জন্য।’ ২০২১ সালে আল আমিন জুমারকে নিয়ে ডাবলসে চ্যাম্পিয়ন হন মোস্তাফিজ। বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ পেয়েছেন। ১০ লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টে তার চোখ শিরোপায়। প্রতিদ্বন্দ্বী অনেকেই। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন আবদুস সোয়াদ ও চট্টগ্রামের গালিব উল্লাহ। কাতার প্রবাসী এই শাটলার বলছেন, ‘আপনি যখন ফাইনাল খেলতে চাইবেন, তখন ধাপে ধাপে এগোতে হবে। যত উপরে উঠবেন তত শক্ত প্রতি

খেলা

স্টোকসদের বড় দুঃসংবাদ দিল আইসিসি

স্লো ওভার রেটের কারণে পয়েন্ট খুইয়েছে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত লর্ডসে হারতে বসেছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত ভারত পারেনি। শুবমান গিলদের ব্যর্থতায় জয়োল্লাসে মেতেছিল বেন স্টোকসের দল। সেই খুশি অবশ্য মিলিয়ে যেতে বসেছে আজ। ওই টেস্টে স্লো ওভার রেটের কারণে ইংলিশদের দুই পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। তাতে টেবিলেও হয়েছে অবনতি। এতটুকুই নয়। ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানাও গুনতে হবে স্বাগতিকদের। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার না করায় এই শাস্তির মুখে পড়েছে স্টোকস ব্রিগেড। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন আইসিসি এলিট প্যানেল জানিয়েছে এই সিদ্ধান্ত। শাস্তি এবং জরিমানা মেনে নিয়েছে ইংল্যান্ড। দলটির অধিনায়ক স্টোকস অভিযোগ মেনে নেওয়ায় আলাদা করে শুনানিরও প্রয়োজন হয়নি। তবে ২ পয়েন্ট খোয়ানোয় আরেকটি বড় ক্ষতি হয়ে গেছে ইংলিশদের। তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের স্থান হারিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে স্টোকসদের পয়েন্ট এখন ২২। আগে ছিল ২৪। পয়েন্ট হার শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৬.৬৭ থেকে ৬১.১১ শতাংশে। এই পরিবর্তনে পয়েন্ট টেবিলেও এক ধাপ নেমে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থান হারিয়ে তারা এখন অবস্থান তিন নম্বরে। শ্রীলঙ্কা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আগামী ২৩ জুলাই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্ট। ভারতের কাছে এই টেস্ট বিশেষ কিছু। শুবমানরা ম্যানচেস্টারে হারলে সিরিজ খোয়াতে হবে। স্টোকসদের কাছেও তেমন। এক ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত করতে চায় ইংল্যান্ড। ভারত ক্রিকেট আইসিসি

খেলা

নতুন কোচ পেল হামজাদের লেস্টার

ছবি: সংগৃহীত মোটাদাগে ব্যর্থ হয়েছিলেন রুড ফন নিস্টেলরয়। লেস্টার সিটিও তাকে ধরে রাখেনি। চাকরিচ্যুত হয়েছিলেন ডাচ কিংবদন্তি। চ্যাম্পিয়নশশিপে নামা লেস্টার অবশ্য নতুন কোচ পেয়েছে। নিস্টেলরয়কে বরখাস্তের তিন সপ্তাহের মাঝে মার্তি সিফুয়েন্তেসকে নিয়োগ দিয়েছে সিটি। মঙ্গলবার স্প্যানিয়ার্ডকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লেস্টার। হামজা চৌধুরীদের কোচ হিসেবে মার্তি থাকবেন ৩ বছর। তার সহকারী হিসেবে থাকবেন জাভি কালম। গত অক্টোবরে কুইন্স পার্ক রেঞ্জার্সের দায়িত্ব নেওয়ার পর সিফুয়েন্তেস ক্লাবটিকে অবনমন শঙ্কা থেকে রক্ষা করেন। শেষ আট ম্যাচে পাঁচটি জয় এনে দিয়ে দলকে আনেন ১৮তম স্থানে। এরপরই নজরে আসেন লেস্টারের। ইংল্যান্ডে কাজ শুরুর আগে সুইডেনের ক্লাব হামারবির কোচ ছিলেন মার্তি। তার অধীনে দলটি পৌঁছায় সুইডিশ কাপের ফাইনালে এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগও পায়। এছাড়া তিনি নরওয়ের সানডেফিওর্ডেও কোচিং করিয়েছেন সফলভাবে। আগস্টের ১০ তারিখে চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথমবার ডাগআউটে দাড়াবেন মার্তি। লেস্টার সেদিন লড়বে শেফিল্ড উয়েডনেসডের বিপক্ষে। এরআগে অবশ্য হামজাদের পরখ করে নিতে পারবেন। জুলাইতে দুটি ও আগস্টের শুরুর দিকে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে লেস্টার। হামজা চৌধুরী

আন্তর্জাতিক

এনবিআরে আন্দোলন: ক্ষয়ক্ষতি নিরূপণে ৯ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি

ছবি: সংগৃহীত কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের অব্যাহত কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচির ফলে অর্থনৈতিক ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণে ৯ সদস্যবিশিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার।  বুধবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সৈয়দ রবিউল ইসলামকে। আর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিবকে কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।  এছাড়া অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিজিএমইএ ও এফবিসিসিআই’র প্রতিনিধিরা কমিটির সদস্য হিসেবে থাকবেন।  কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে- গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ থাকায় কতটুকু রাজস্ব ক্ষতি হয়েছে, তা নিরূপণ করতে হবে। পাশাপাশি, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এবং কর বিভাগের দুই মাসব্যাপী কর্মসূচির ফলে সব কমিশনারেট, কাস্টম হাউস, বন্ড কমিশনারেট, সংশ্লিষ্ট দপ্তর ও কর অঞ্চলে যে রাজস্ব ক্ষতি হয়েছে, তার পরিমাণও নির্ধারণ করতে হবে। এছাড়া, চলমান কর্মসূচির প্রভাবে শুল্কায়ন কার্যক্রম, স্থলবন্দর ও নৌবন্দরে আমদানি-রপ্তানিসহ সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক কার্যক্রমে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে আগামী ৩০ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। অফিস আদেশে আরও বলা হয়, জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করে আসছেন। এতে রাজস্ব আহরণে স্থবিরতা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট মহল থেকে অভিযোগ উঠেছে। এদিকে, বদলি আদেশকে ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ দাবি করে তা ছিঁড়ে ফেলে প্রতিবাদ করার ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প ঢাকার উপ-প্রকল্প পরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাত-ই-মরিয়ম, মূল্য সংযোজন কর ঢাকার অতিরিক্ত কমিশনার (নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর) হাছান মুহম্মদ তারেক রিকাবদার, ঢাকা কর অঞ্চল-৮ এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, কর অঞ্চল-২ এর বিভাগীয় প্রতিনিধি (যুগ্ম কর কমিশনার) মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর যুগ্ম কর কমিশনার মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান, নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল, খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের উপ-কর কমিশনার মোসা. নুশরাত জাহান শমী, কুমিল্লা কর অঞ্চলের উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল, ঢাকা উত্তরের রাজস্ব কর্মকর্তা (কাস্টমস বন্ড কমিশনারেট) সবুজ মিয়া, খুলনার রাজস্ব কর্মকর্তা (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট) শফিউল বশর। এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান সই করা ও জনস্বার্থে জারি করা এসব প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের ২২ জুন জারিকৃত বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারা অনুযায়ী তাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তারা সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। এর আগে ২৪ জুন আগারগাঁওয়ে এনবিআর ভবনে দুটি বদলি আদেশকে ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ দাবি করে তা ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।  এনবিআরের নির্ভরযোগ্য একটি সূত্র যুগান্তরকে জানায়, ইতোমধ্যে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বাইরে থাকা আন্দোলন সংশ্লিষ্ট অবশিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কার্যক্রম ও গতিবিধি তীক্ষ্ণ নজরদারির মধ্যে রাখা হয়েছে। এখনো কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করার গোপন তৎপরতায় লিপ্ত রয়েছে।  সূত্রটি আরও জানায়, পরবর্তী ধাপে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে আরও বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এনবিআর  ভ্যাট  শুল্ক

আন্তর্জাতিক

ইয়েমেনে ভারতীয় নার্সের ফাঁসির আদেশ স্থগিত, জানা গেল নেপথ্য রহস্য

ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। ছবি: বিবিসি ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসির আদেশ স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিষয়টি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।  আজই (১৬ জুলাই) তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। খবর রয়টার্সের। এর আগে, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড ঠেকাতে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি কর্তৃপক্ষের কাছে আবেদন করে ভারত। তবে তাকে ভারতে ফেরত পাঠানো কিংবা মুক্তি দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। বর্তমানে ইয়েমেনের রাজধানী সানার একটি কারাগারে সাজা ভোগ করছেন ওই ভারতীয় নার্স।  ব্যবসায়িক সহযোগী ও ইয়েমেনের নাগরিক তালাল আব্দো মাহাদিকে হত্যার দায়ে ২০২০ সালে নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কেরালার এই নার্সকে বাঁচাতে শেষ মুহূর্তে নানা কূটনৈতিক তৎপরতা চলছে। ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহাদিকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ওই ইয়েমেনি নাগরিক তাকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছিলেন বলে জানা যায়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিমিশার মৃত্যুদণ্ড ১৬ জুলাই কার্যকর হওয়ার কথা ছিল। তবে এখন জানা যাচ্ছে, নিহত ব্যক্তির পরিবার আপাতত তা স্থগিত করতে রাজি হয়েছে। যদিও এর মানে এই নয় যে, নিমিশা প্রিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে বা তাকে ভারতে ফিরিয়ে আনার কোনো সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি প্রশাসনের সঙ্গে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, ফলে সরকারিভাবে তেমন কিছু করার সুযোগও নেই। ভারত সরকার এর আগে জানায়, তারা তাদের সামর্থ্যের মধ্যে যতটা সম্ভব চেষ্টা করেছে মৃত্যুদণ্ড রোধ করতে। এখন শেষ ভরসা হতে পারে ‘ব্লাড মানি’ বা রক্তমূল্য— যা ইসলামী শরিয়াহ আইনে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিলে তারা দোষীকে ক্ষমা করতে পারে। ভারত সরকার জানিয়েছে, তারা সবরকম সহায়তা দিয়ে যাচ্ছে এবং গত কয়েক দিনে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে আপসে পৌঁছানোর জন্য সময় চেয়ে একাধিকবার অনুরোধ করেছে। সেই প্রচেষ্টার ফলেই এই স্থগিতাদেশ এসেছে। কে এই নিমিশা প্রিয়া? এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিমিশা ২০০৮ সালে ইয়েমেনে একজন নার্স হিসেবে পাড়ি দেন, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায়। প্রাথমিকভাবে তিনি স্থানীয় একটি হাসপাতালে কাজ করলেও পরে ব্যক্তিগতভাবে একটি ক্লিনিক খোলেন। স্থানীয় আইনের কারণে তালাল আব্দো মাহাদি (৩৭) নামের ওই ইয়েমেনি ব্যবসায়ী এতে তার অংশীদার হন।  কিন্তু তালাল পরে তাকে নির্যাতন শুরু করেন। তিনি নিমিশার টাকা হাতিয়ে নেন এবং তার পাসপোর্ট জব্দ করেন। ফলে নিমিশা ইয়েমেন থেকে ফেরার উপায় হারিয়ে ফেলেন। আত্মরক্ষার চেষ্টা হিসেবে ২০১৭ সালে নিমিশা তালালকে ঘুমের ওষুধ পুশ করেন। এতে তালাল অজ্ঞান হওয়ার পর পাসপোর্ট উদ্ধার করাই ছিল মূল লক্ষ্য। কিন্তু এতে তালালের মৃত্যু হয় এবং নিমিশা ইয়েমেন ছেড়ে পালাতে গিয়ে গ্রেফতার হন। এরপর নিমিশার বিরুদ্ধে আদালতে মামলা চলে। ভারত সরকার তার জন্য স্থানীয় একজন আইনজীবী নিয়োগ করে। কিন্তু তার সব আবেদন খারিজ হয়। ২০২৩ সালে ইয়েমেনের সর্বোচ্চ বিচার পরিষদ মৃত্যুদণ্ড বহাল রাখে এবং দেশটির প্রেসিডেন্ট তা অনুমোদন করেন। আইনি জটিলতা ও রক্তমূল্যের আশ্রয় এ বিষয়ে ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি সুপ্রিম কোর্টে বলেন, ‘এটি অত্যন্ত জটিল একটি মামলা। ভারত সরকার যা কিছু সম্ভব ছিল, সবই করেছে। এখন একমাত্র উপায় হচ্ছে— নিহতের পরিবার যদি ‘রক্ত মূল্য’ গ্রহণ করে।’ ইসলামী শরিয়াহ অনুযায়ী, হত্যার শিকার ব্যক্তির পরিবার যদি রক্তমূল্য গ্রহণ করে, তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। তবে তারা সেটি গ্রহণ করতে রাজি না হলে নিমিশার ফাঁসি কার্যকর হতে পারে। নিমিশার জীবন এখন সম্পূর্ণ নির্ভর করছে তালাল মাহাদির পরিবারের সিদ্ধান্তের ওপর। মৃত্যুদণ্ড স্থগিত হওয়াটা একটু সময় পাওয়া মাত্র, কোনো স্থায়ী সমাধান নয়। কিন্তু এই মুহূর্তে সেটিই তার বেঁচে থাকার একমাত্র আশার আলো। সাভার  ইয়েমেন হুথি

আন্তর্জাতিক

২০ লাখ লিটার তেলসহ ট্যাংকার জব্দ করল ইরান

ছবি: মেহের নিউজ ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। জাহাজটি আনুমানিক ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করছিল। হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে জ্বালানি চোরাচালানের ওপর নজরদারির মধ্যে এই ট্যাংকারটি জব্দ করা হয়। খবর বার্তা সংস্থা মেহের-এর। মোজতবা গাহরেমানি জানান, ট্যাংকারটিতে বহন করা তেলের আইনি নথিপত্র অসম্পূর্ণ ছিল। ফলে চোরাচালানের সন্দেহে ট্যাংকারটি আটক করা হয়েছে। তবে জব্দকৃত জাহাজটির জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। মেহের-এর প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ইরানের জাস্ক শহরে এ নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। গাহরেমানি বলেন, ট্যাংকারটির ক্যাপ্টেনসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে এবং মামলার আওতায় প্রমাণ সংগ্রহ, জ্বালানির নমুনা পরীক্ষাসহ আনুষ্ঠানিক তদন্ত চলছে। তিনি জানান, পরিমাণ নিশ্চিত করতে ল্যাবরেটরিতে বিশ্লেষণ এবং কাগজপত্র যাচাই করা হচ্ছে। পুরো তদন্ত শেষ হলে মামলার ফলাফল প্রকাশ করা হবে। ইরান যে তার সামুদ্রিক সীমানায় চোরাচালান মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে, এ ঘটনা তারই প্রতিফলন। ইরান  ওমান  ইরান-ইসরাইল সংঘাত

আন্তর্জাতিক

পাকিস্তানে কৃত্রিম পায়ে আবার হাঁটলো আহত উট ‘ক্যামি’

ক্যামিকে করাচির কমপ্রিহেনসিভ ডিজাস্টার রেসপন্স সার্ভিসেসে বিশেষভাবে তৈরি কৃত্রিম পায়ের সাহায্যে প্রথমবারের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। — এক্স/@ShaziaAttaMarri পাকিস্তানের সিন্ধু প্রদেশের সংঘর জেলায় এক নির্মম ঘটনার শিকার হয়ে সামনের পা হারানো উট ‘ক্যামি’ এক বছর পর আবার দাঁড়িয়ে হাঁটতে সক্ষম হয়েছে কৃত্রিম পায়ের সাহায্যে। সোমবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। গত বছরের জুন মাসে সংঘরের মান্ধ জামরাও এলাকায় খাদ্যের খোঁজে একটি জমিতে ঢুকে পড়ায় এক জমিদার শাস্তিস্বরূপ ক্যামির সামনের পা কেটে ফেলেন। নির্মম নির্যাতনের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়া ক্যামির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয় এবং ছয়জনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। ঘটনার পরপরই ক্যামিকে করাচির কমপ্রিহেনসিভ ডিজাস্টার রেসপন্স সার্ভিসেস (সিডিআরএস) বেনজি অ্যানিম্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের তত্ত্বাবধানে নেওয়া হয়। সেখানে গত এক বছর ধরে ক্যামির নিবিড় চিকিৎসা, পুনর্বাসন এবং কৃত্রিম পা সংযোজনের প্রক্রিয়া চলে। মঙ্গলবার এক আবেগঘন মুহূর্তে সিডিআরএস সামাজিক মাধ্যমে ক্যামির প্রথমবারের মতো কৃত্রিম পায়ে দাঁড়ানোর ভিডিও শেয়ার করে লিখেছে, ‘ক্যামি দাঁড়িয়েছে।’ তাদের পোস্টে বলা হয়, ‘এক বছর আগে ঠিক এই দিনে ক্যামিকে নির্মমভাবে আহত করে মরতে ফেলে রাখা হয়েছিল। কিন্তু আজ, ক্যামি কৃত্রিম পায়ে দাঁড়িয়েছে। এই এক বছর ছিল চোখের জলে, ব্যথায়, পুনর্বাসনে আর নিঃশব্দ সংগ্রামে ভরা। সবাই বলেছিল হাল ছেড়ে দিতে, তাকে ত্যাগ করতে। কিন্তু আমরা তা করিনি। আজ ক্যামি আমাদের সবার জন্য দাঁড়িয়েছে।’ তারা আরও জানায়, ‘ক্যামির কৃত্রিম পায়ে অভ্যস্ত হতে এখনও সময় লাগবে, তবে আজকের দিন উদযাপনের, আশার এবং সেইসব নীরব জয়ের দিন, যা আসে তখনই যখন কেউ হাল ছেড়ে দেয় না।’ সিডিআরএস তাদের নিবেদিত টিম, সমর্থক এবং পাকিস্তান পিপলস পার্টির এমএনএ শাজিয়া মাররি ও সিনেটর কুরাতুলাইন মাররির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সিন্ধু সরকার ক্যামির চিকিৎসার ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দেয়, আর মাররি বোনেরা পুরো প্রক্রিয়াকে ‘যৌথ প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করে ঘটনায় তীব্র নিন্দা জানান। শাজিয়া মাররি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মাসের পর মাস কঠোর পরিশ্রম আর যত্নের ফল যখন এমনভাবে প্রকাশ পায়, তখন তার আনন্দই আলাদা।’ কুরাতুলাইন মাররি লিখেছেন, ‘অস্থায়ী ক্ষোভের চেয়ে দীর্ঘমেয়াদি নিবেদিত সেবা অনেক বড়। ক্যামির জন্য যারা এখনও কাজ করে যাচ্ছেন, তারাই সত্যিকারের নায়ক।’ সিডিআরএস বায়োনিক পেটসের প্রতিষ্ঠাতা ডেরিক ক্যাম্পানার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যিনি ক্যামির জন্য বিশেষভাবে তৈরি উপযুক্ত কৃত্রিম পা সরবরাহ করেছেন। ক্যামির এই নতুন করে দাঁড়িয়ে হাঁটা পাকিস্তানে পশু কল্যাণের ক্ষেত্রে এক আশার বার্তা এবং মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকলো। পাকিস্তান

Scroll to Top