The Court Room

সারাদেশ

সারাদেশ

আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে চান্দিনা পৌরসভার মহারং পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এবং উত্তরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে মো. মফিজুল ইসলাম ২০১৬ সাল বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে আসেন তিনি। এর পর চান্দিনা উপজেলা যুবলীগ এবং পরবর্তীতে ১৯৯৯ সাল থেকে তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। এ ব্যাপারে চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে।  কুমিল্লা

সারাদেশ

নাম না থাকলেও পাশ, শূন্য পেলেও লাইসেন্স!

সোমবার গাজীপুর বিআরটিএ কার্যালয়ে হঠাৎ ছদ্মবেশে এসে দিনব্যাপী অভিযান। ছবি: যুগান্তর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় নাম না থাকলেও পাশ, এমনকি শূন্য পেয়েও উত্তীর্ণ দেখিয়ে লাইসেন্স প্রদানের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  সোমবার গাজীপুর বিআরটিএ কার্যালয়ে হঠাৎ ছদ্মবেশে এসে দিনব্যাপী অভিযান চালিয়ে এসব তথ্য উদঘাটন করেন দুদক, গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক। তিনি জানান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাজীপুর কার্যালয়ে ঘুস ছাড়া কোনো সেবা পাওয়া সম্ভব নয় এমন একাধিক অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নির্দেশেয় এ অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, ড্রাইভিং পরীক্ষার খাতায় কোনো প্রার্থীর নাম না থাকলেও তাকে পাশ দেখানো হয়েছে। আবার কেউ কেউ শূন্য (০) পেয়েও উত্তীর্ণ হয়েছেন। নিয়ম অনুযায়ী, ২০ নম্বরের লিখিত পরীক্ষায় অন্তত ১২ পেতে হয় পাশের জন্য। কিন্তু অভিযানে দেখা গেছে, অনেক পরীক্ষার্থী সেই মানদণ্ডে না পৌঁছালেও অসাধু কর্মকর্তা, কর্মচারী ও দালালদের সহায়তায় তারা পাশ করেছেন এবং লাইসেন্স পেয়েছেন।  এনামুল হক বলেন, ‘এটি শুধুমাত্র অনিয়ম নয়, জননিরাপত্তা নিয়ে খেলা। অদক্ষ চালকদের রাস্তায় নামার সুযোগ তৈরি হচ্ছে, যা প্রতিদিন সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। দুদকের এ অভিযানে লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে অন্তত ছয় ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।’ এনামুল হক আরও বলেন, ‘আমরা কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করেছি এবং কিছু ফটোকপি পরে সরবরাহ করা হবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। সব তথ্য যাচাই করে তা কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, ‘বিআরটিএ গাজীপুর অফিসের কিছু অদক্ষ ও অনিয়মে জড়িত কর্মচারীর বিষয়ে আমরা এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। দুদকের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ গাজীপুর

সারাদেশ

পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালাল সাবেক বিএনপি নেতা

কবির আহম্মদ চৌধুরী। ফেনীর ফুলগাজীর আমজাদহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কবির আহম্মদ চৌধুরী নামে এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।  মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে কবিরের বাড়িতেই এ ঘটনা ঘটে। এ সময় ছাগলনাইয়া থানার ৩ পুলিশ সদস্য আহত হন।  আহত পুলিশ সদস্যরা হলেন—উপপরিদর্শক (এসআই) রাফিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) দিদার ও কনস্টেবল সুমন।  পলাতক আসামি কবির আহম্মদ চৌধুরী একটি নারী নির্যাতন মামলার আসামি। তিনি আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।  ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  পুলিশ জানায়, অভিযুক্ত কবির আহম্মদ ছাগলনাইয়া থানায় করা একটি নারী নির্যাতন মামলার আসামি। মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তাকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় তার স্বজনরা। পরে হাতকড়াসহ পালিয়ে যান কবির।  ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’। এদিকে ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম জানিয়েছেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কাজের জন্য আগেই কবিরের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। বিএনপি  ফেনী সম্পর্কিত খবর

Scroll to Top